OMR Machine এ নৈর্ব্যক্তিক পরীক্ষা গ্রহণ ও Auto SMS.
Automation of Fees Management
Dynamic Web Site with Student Admission, Attendance Report, Lesson Plan, Exam Schedules, Progress Report, Notice Board, Extra-curricular Activities, Motivational Activities etc.
Online Student Admission
আপনি ঘরে বসেই Student ID ব্যবহার করে আপনার সন্তানের Progress Report সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।
চারটি গুরুত্বপূর্ণ বিষয়:
১. শিক্ষার্থীকে নিয়মিত শ্রেণিতে পাঠাতে হবে।
২. নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
৩. সশরীরে/অনলাইন ক্লাসে নভেম্বর ২০২২ পর্যন্ত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
৪. চলতি মাসের বেতন চলতি মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। বকেয়া থাকলে সফটওয়্যারে স্স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সকল তথ্য Suspend থাকবে।
Special Care
PEC (সকল বিষয়)
JSC (সকল বিষয়)
SSC (ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়)
HSC (শুধু ইংরেজি)
Academic Care
চতুর্থ শ্রেণি (সকল বিষয়)
ষষ্ঠ শ্রেণি (সকল বিষয়)
সপ্তম শ্রেণি (সকল বিষয়)
নবম শ্রেণি (ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়)
একাদশ শ্রেণি (ইংরেজি)
Oxford কেন ব্যতিক্রম? কারণ
এ বছর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা হবে।
পাঠদান ও শিক্ষার্থীদের গুণগত মান রক্ষা।
মানসম্মত ও শ্রেণি উপযোগী Course Materials সরবরাহ।
Homework না দিয়ে শ্রেণিতেই পাঠ সম্পনড়ব করা।
বিভিনড়ব পরীক্ষার মাধ্যমে নিখুঁতভাবে প্রস্তুতি যাচাই।
Messenger Group-G Result প্রদান।
প্রতিটি প্রস্তুতিমূলক পরীক্ষায় শ্রেণিভিত্তিক প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হবে।
শ্রেণিতে প্রতিদিন পঠিত বিষয়ের ওপর নিয়মিত Google Exam গ্রহণ করা হবে।
আমাদের পুরো ক্যাম্পাস CC Camera এর আওতাধীন।
পাঠ্যবই পুঙ্খানুপুঙ্খরূপে শ্রেণিতে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়।
কঠোর শৃঙ্খলা বজায় রাখা হয়।