সহজ ও সাবলীল ইংরেজি পাঠদানে শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয় স্যার গৌরাঙ্গ কুমার দত্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশুনা শেষে তিনি জনতা ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার পদে যোগদান করেন। কিন্তু ব্যাংকিং ক্যারিয়ার তাঁকে স্পর্শ করেনি। তাই, ২০১৪ সালে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে নিজের প্রতিষ্ঠিত 'Oxford Teaching Home'- এর পরিচালনা ও পাঠদানে নিয়োজিত।
ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী গৌরাঙ্গ কুমার দত্ত বিভিন্ন পর্যায়ে মেধাবৃত্তি লাভ করেন এবং ১৯৯৭ সালের HSC পরীক্ষায় যশোর বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ৭ম স্থান (বোর্ডস্ট্যান্ড) অর্জন করেন। তিনি English Language Teaching (ELT) এর ওপর কোর্স করেন।
তাঁর অবসর সময় কাটে লেখালেখি করে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- ‘নিসর্গের কাব্য’ (অন্য প্রকাশ), ‘কুহেলিক’ ‘উদভ্রান্ত পথিক’, ‘অস্তরাগ’ এবং ভ্রমণ কাহিনি- ‘মেঘমেদুর মেঘালয়ে’ (পাললিক সৌরভ) সুখপাঠ্য হিসেবে উল্লেখযোগ্য।
তিনি ২০২৩ সালে ‘অক্সফোর্ড গ্রামার স্কুল’ প্রতিষ্ঠা করেন।