* বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা।
* OMR মেশিনের মাধ্যমে Objective পরীক্ষা গ্রহণ ও রেজাল্ট প্রদান।
* Auto SMS এর মাধ্যমে Combined Result প্রদান।
* প্রস্তুতিমূলক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান।
* School Management Software চালু।
* দক্ষ শিক্ষকমণ্ডলীর পাঠদানে ও পরিচালনা পরিষদের সার্বিক তদারকিতে সুশৃঙ্খল পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা।
* পাঠদান ও শিক্ষার্থীদের গুণগত মান রক্ষা।
* মানসম্মত ও শ্রেণি উপযোগী Course Materials সরবরাহ।
* Homework না দিয়ে শ্রেণিতেই পাঠ সম্পন্ন করা।
* বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিখুঁতভাবে প্রস্তুতি যাচাই।
* শ্রেণিতে প্রতিদিন পঠিত বিষয়ের ওপর নিয়মিত CT পরীক্ষা গ্রহণ।
* পুরো ক্যাম্পাস CC Camera এর আওতাধীন।
* পাঠ্যবই পুঙ্খানুপুঙ্খরূপে শ্রেণিতে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়।
* শ্রেণিকক্ষে প্রয়োজন অনুযায়ী Multimedia ব্যবহার করা হয়।
তাই
শিক্ষার্থীদের সৃজনশীল ও মৌলিক জ্ঞান বিকাশের পাশাপাশি এ পর্যন্ত অনুষ্ঠিত PEC, JSC ও SSC পরীক্ষায় GPA-5.00 অর্জনের ক্ষেত্রে অত্র অঞ্চলের মধ্যে আমাদের সাফল্য ঈর্ষণীয়।